Top News

পারভেজ হত্যা মামলায় আটকৃত তিন জনের পরিচয় ফাঁস



 রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন জানিয়েছেন।

গ্রেপ্তার তিনজন হলেন- খুলনার তেরখাদার মাহবুবুর রহমানের ছেলে আল কামাল শেখ ওরফে কামাল (১৯), ময়মনসিংহের নান্দাইলের লাল মিয়ার ছেলে আলভী হোসেন জুনায়েদ (১৯) ও জামালপুরের সরিষাবাড়ির সুলাইমান শেখের ছেলে আল আমিন সানি (১৯)। তারা তিনজনই রাজধানীর বনানী এলাকায় থাকেন।পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহাখালী ওয়ারলেছ গেট ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার সময় আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। এছাড়া সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিতি দেখা গেছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post