Top News

ড. ইউনূসকে হত্যাচেষ্টা ও গুরুতর আহত যা জানা গেল

 


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, ‘প্রধান উপদেষ্টা কে হত্যার চেষ্টা, গুরুতর আহত ড.ইউনুস বিস্তারিত কমেন্ট’। বিভিন্ন ফেসবুক গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে এমন দাবি করে প্রচার করা হয়েছে।

তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বলছে, ড. ইউনূসকে হত্যাচেষ্টা বা তিনি গুরুতর আহত হয়েছেন এমন তথ্য সঠিক নয়। কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই ফেসবুকে এমন দাবি প্রচার করা হয়েছেপ্রকৃতপক্ষে ড. ইউনূসকে হত্যাচেষ্টা বা এমন ঘটনায় তিনি গুরুতর আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

বিষয়টি অনুসন্ধানে জানা গেছে, ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে ‘হত্যাচেষ্টার ঘটনায় ড. ইউনূসের আহত হওয়ার’ তথ্য জানিয়ে খবরটির সূত্র হিসেবে কিছু পোস্টে একটি ব্লগপোস্টের লিংক দেওয়া হয়েছে। যদিও newsbangla.my.id নামের ব্লগস্পটের ফ্রি ডোমেইনের ওই সাইটটি ভূঁইফোঁড় সাইট বলে প্রতীয়মান হয়। তবে ওই সাইটে ড. ইউনূসকে ‘হত্যাচেষ্টা ও গুরুতর আহত’ হওয়ার বিষয়ে একটি সংবাদ রয়েছে। কিন্তু ওই সংবাদ কবে প্রকাশ করা হয়েছে সেই তারিখ সেখানে উল্লেখ করা নেই।সাইটটিতে প্রকাশিত সংবাদটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার জানিয়েছে, সেখানে প্রধান উপদেষ্টাকে হত্যাচেষ্টা ও তিনি আহত হওয়ার বিষয়ে কোনো তথ্যসূত্রের উল্লেখ নেই। তবে সেখানে একটি স্ক্রিনশট রয়েছে, যেখানে ব্যবহৃত ছবিটিতে হাসপাতালের বেডে শুয়ে থাকা ব্যক্তির চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না

অন্যদিকে প্রধান উপদেষ্টার মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিকে হত্যাচেষ্টা করা হলে বা এমন ঘটনায় তিনি গুরুতর আহত হলে বিষয়টি নিয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। যদিও এমন কোনো বিষয়ে দেশের কোনো গণমাধ্যমে সংবাদ প্রচার হতে দেখা যায়নি।

উল্লেখ্য, বুধবার (৯ এপ্রিল) যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে প্রধান উপদেষ্টাকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় আলোচনা করতে দেখা গেছে। সুতরাং, ড. ইউনূসকে হত্যাচেষ্টা করা হয়েছে বা তিনি গুরুতর আহত হয়েছেন ফেসবুকে প্রচার করা এমন দাবিটি মিথ্যা। সূত্র :- কালবেলা

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post