নিহত শিক্ষার্থী পারভেজের বাড়িতে ঘটল অলৌকিক ঘটনা

 


নিহত পারভেজের বাড়িতে শোকের মাতম, বারবার মূর্ছা যাচ্ছেন বাবা-মা।রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী পারভেজের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় বইছে শোকের মাতম। একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে পাগলপ্রায় হয়ে অঝরে কাঁদছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন বাবা-মা। এলাকার প্রিয়মুখ পারভেজের নিথর দেহের পাশে কাঁদছে স্বজন ও গ্রামবাসীরাও। এ যেন এক অলৌকিক ঘটনা। সন্তানের মৃত্যুর খবর পেয়ে সকালেই বাড়ী ফিরেছেন কুয়েত প্রবাসী বাবা জসিম উদ্দিন। তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যা মানতে পারছে না পরিবারের কেউই। একমাত্র ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তার বাবা জসিম উদ্দিন। সন্তান হারানোর শোকে অঝরে কেঁদে কেঁদে তিনি বলেন, আমার সন্তানই যদি বেঁচে না থাকে তাহলে আমি বেঁচে থেকে কী লাভ? যারা আমার সন্তানকে হত্যা করছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'মা পারভীন আক্তার বলেন, মৃত্যুর আগের রাতে ভিডিওকলে শেষবারের মতো কথা হয় ছেলে পারভেজের সাথে, আর একটি বার ছেলের মুখ থেকে মা ডাক শুনতে চাই।স্থানীয়রা বলেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যারা হত্যা করছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারভেজ। শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে বনানী থানায় মামলা করেছে তার পরিবার।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post