Top News

বাটা থেকে জুতা লুটের দায়ে সমন্বয়ক আটক যা জানা গেল

 


ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ৭ এপ্রিল দেশজুড়ে অনুষ্ঠিত বিক্ষোভের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বাটাসহ কয়েকটি প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে, ‘বাটা থেকে চুরি করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপণ দিয়ে সিলেটে এক সমন্বয়ক গ্রেপ্তার’ শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বাটা থেকে চুরি করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপণ দিয়ে সিলেটে এক সমন্বয়ক গ্রেপ্তার’ শীর্ষক শিরোনামে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। তাছাড়া, ঘটনার প্রেক্ষাপটের সাথে ফটোকার্ডের তারিখেরও অসামঞ্জস্যতা রয়েছে।অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৭ মার্চ, ২০২৫ তারিখের কথা উল্লেখ করা হয়েছে। 

পরবর্তীতে, দাবির সত্যতা যাচাইয়ে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। 

তাছাড়া, যমুনা টিভির পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের ভিন্নতা পরিলক্ষিত হয়।সুতরাং, ‘বাটা থেকে চুরি করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপণ দিয়ে সিলেটে এক সমন্বয়ক গ্রেপ্তার’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post