Top News

সর্বোচ্চ কয়বার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি থাকার প্রস্তবে যে সিদ্ধান্ত জানাল এনসিপি



 দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একবার প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হতে পারবেন না এমন প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান এনসিপি’র আহ্বাবায়ক নাহিদ ইসলাম।তিনি বলেন, সংবিধান সংস্কারের জন্য গণভোট চায় এনসিপি। প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব দেয়া হয়েছে। জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অবশ্যই পূরণ করতে হবে। এটা জাতির প্রতি আমাদের সবারই অঙ্গীকার।

এর আগে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, আমরা নব্বইয়ের গণঅভ্যুত্থানের কথা বইয়ে পড়েছি, কিন্তু যে আকাঙ্ক্ষায় জনগণ রাস্তায় নেমে আসে, সে আকাঙ্ক্ষাগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি, ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার ফলেই ১৬ বছরের ফ্যাসিবাদের শাসন ব্যবস্থার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তাই আমরা চাই, এবারের জুলাই গণঅভ্যুত্থান যেন কোনোভাবেই ব্যর্থ না হয়।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এনসিপি। যে দলের প্রধান শক্তি ও ভিত্তির জায়গাটা হচ্ছে এই দেশের তরুণরা। সেই জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের যে বক্তব্য ছিল, আমরা ফ্যাসিবাদের বিলোপ ও একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post