আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ২৭ ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে দাবি করেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর একদল কর্মকর্তা বাংলাদেশে ভিন্ন নামে ও ভিন্ন পরিচয়ে প্রবেশ করেছে।
এর আগে (২৪ জানুয়ারি, ২০২৫) এক ফেসবুক পোস্ট অনুযায়ী, ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’-এর দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা ৬ নভেম্বর ২০২৪ ঢাকায় আসেন। ভারতীয় হাইকমিশন তাদের সফরের ব্যবস্থা করে। উদ্দেশ্য ছিলো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) এবং ডিজিএফআই (প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা)-এর সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করা।
ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 'র' এর দু'জন উর্দ্ধতন কর্মকর্তা গত ৬ নভেম্বর ২০২৪ ঢাকায় আসেন, ভারতীয় হাইকমিশন তাদের এই সফরের ব্যবস্থা করে। উদ্দেশ্য ছিলো বাংলাদেশের এনএসআই এবং ডিজিএফআই এই দুই সংস্থার সাথে বিচ্ছিন্ন হওয়া সুসম্পর্ক পুনঃস্থাপন।
তথ্য-প্রমাণ যাচাই করে জানা গেছে যে, ৬ নভেম্বর ২০২৪, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ২২৭ এ, র'এর এডভাইজর ও পরিচালক পর্যায়ের দুই কর্মকর্তা; আশোক কুমার সিনহা এবং কনজক তাশি খামপা, ঢাকায় পৌঁছান। ঢাকায় তাদের গ্রহণ করতে বিমানবন্দরে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই র' কর্মকর্তারা মূলত ভারতের আইপিএস (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস) কর্মকর্তা। আইপিএস হতে ২০০৭ সালে আশোক এবং ২০১৩ সালে কনজক'কে ডেপুটেশনে র'তে পাঠানো হয়।
ইতোপূর্বে আশোক কুমার সিনহা দুইবার বাংলাদেশে আসে (৬ সেপ্টেম্বর ২০২৩ ও ১০ নভেম্বর ২০২৩) কেবল ১ দিনের জন্যে।
ফেইজবুকে তার পূর্বের পোস্টটি শেয়ার দিয়ে লেখেন সম্প্রতি এদের আরেকটা দল দেশে প্রবেশ করেছে, ভিন্ন বেশে, বিস্তারিত কমেন্টে।
সূত্র :- দৈনিক জনকণ্ঠ প্রকাশিত: ২০:১০, ১ মার্চ ২০২৫; আপডেট: ২০:১২, ১ মার্চ ২০২৫
Post a Comment