Top News

ইসরায়েলে শুরু হয়েছে আল্লাহর গজব অলৌকিক ঘটনায় শুরু হল ইহুদিদের মৃত্যু

 


আরব বিশ্বের বড় বড় নেতারা না পারলেও দেখিয়ে দিল মিশরীয় এক বন বিড়াল। সম্প্রতি খবর সামনে আসে যে এক মিশরীয় কেরাকেল যা ডেজার্ট লিংস নামেও পরিচিত, মিশর ও ইসরাইলের সীমান্তের এক ইসরাইলি সেনা ক্যাম্পে প্রবেশ করে আক্রমণ করে সৈন্যদের। শুধু বন বিড়ালই না এর আগে বোলতার আক্রমণে হাসপাতালে যায় ১২ জন ইসরাইলি সেনা! এর পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে বিভিন্ন পোস্ট। নেটিজেনদের অনেকেই বলছেন আরব বিশ্বের বহু নেতা যেখানে চুপ, সেখানে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে বন্য পশুরা।

দ্যা নিউজ উইক, জর্ডান নিউজ, দ্যা নিউ আরব, ইসরাইল ন্যাশনাল নিউজ সহ বেশ কিছু গণমাধ্যম ২৩ মার্চ জানায় একটি বন বিড়াল নেগেভ মরুভূমিতে ইসরায়েলি সৈন্যদের আক্রমণ করে। বিড়ালটিকে ইসরাইলের সামরিক ঘাঁটির খুব কাছেই মিশর ও ইসরাইল সীমান্তের হারিফ পর্বতের কাছে পাওয়া যায়।

স্থানীয় বন্য প্রানী বিশেষজ্ঞরা গণমাধ্যমকে জানায় এই প্রাণিটি সাধারণত মানুষের কাছাকাছি আসে না। তবে দীর্ঘদিন সামরিক ঘাঁটির কাছাকাছি থাকায় হয়ত সে মানুষের সাথে অভ্যস্ত হয়ে যায় এবং ঘাঁটিতে থাকা সৈন্যদের আক্রমণ করে। এতে বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আরও জানায় বন বিড়ালটিকে আটক করা হয়েছে এবং সেটিকে বন্যপ্রাণী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এই বন বিড়ালটি কেরাকেল বা ডেজার্ট লিংস নামে পরিচিত। এরা সাধারণত মাঝারি কাঋতির হয়ে থাকে। এদের প্রধান বৈশিষ্ট হলো ঝুঁটিযুক্ত কান, ছিপছিপে দেহ এবং লালচে বাদামি লোম। সাধারণত আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার শুষ্ক অঞ্চলে এদের বিচরণ। যদিও এটি মানুষকে সাধারণত এড়িয়ে চলে, তবে আতঙ্কিত বা উসকানি দিলে আক্রমণ করতে পারে।এদিকে এই খবর বাইরে আসার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই মজার ছলে বলছেন এই বিড়ালটি হামাসের সদস্য। অনেকেই আবার বিড়ালটির প্রশংসা করে বলছেন ৬১ হাজারেরও বেশি ফিলিস্তিনের হত্যার প্রতিশোধ নিয়েছে এই বন বিড়ালটি। অনেকে আবার বলছেন শত কোটি মুসলিমের হয়ে কাজ করেছে এই বন বিড়ালটি। পাশাপাশি অনেকেই দাবি করেছেন যে এই ঘটনার পর ইসরাইলি সেনারা ওই এলাকায় প্রায় ৬ মিলিয়ন ডেজার্ট লিংস হত্য করে। যদিও এই দাবির পেছনে কোন শক্ত প্রমাণ পাওয়া যায়নিঅনেকেই আবার এই ঘটনাটিকে তুলনা করছেন পবিত্র কোরআনের ১০৫ নম্বর সুরা, সুরা ফিলের সাথে। যেখানে বর্ণনা করা হয়েছে কিভাবে পবিত্র কাবা ধ্বংস করতে আসা শক্তিশালী এক হস্তি বাহিনীকে আল্লাহ এক ঝাঁক পাখি ও ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস করেছিলেন। 

এর আগে গত বছর মে মাসেও একই রকম একটা ঘটনা ঘটে যেখানে দক্ষিণ গাজায় ইসরাইলি একটি ট্যাংক ভুলবশত বোলতার চাকের উপর উঠে যায়। এর পর অন্তত ১২ জন ইসরাইলি সেনা বোলতার আক্রমণের শিকার হয়। যাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ও এক জনকে আইসিইউতে পাঠানো হয়। ইসরাইলি গণমাধ্যম জানায় এর আগে তারা কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হননি। আর এসব ঘটনাকে অনেকেই বলছেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা শাস্তি!

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post