শতবর্ষী বটগাছের ভেতর থেকে বেরিয়েছে হাত প্রতিনিয়ত ঘটছে ‘অলৌকিক ঘটনা

 


নীলফামারী: জেলার সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের ধুড়ধুড়ির পাড় এলাকায় শতবর্ষী এক বটগাছের গুঁড়ি থেকে বেরিয়ে এসেছে রহস্যময় একটি হাত। অলৌকিক এই দৃশ্য দেখতে এলাকায় হাজারো মানুষের ভিড় জমেছে।

শনিবার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে স্থানীয় কমল চন্দ্র রায় (৩৫) নামের এক কৃষক কাজ করতে এসে গাছের নিচে হঠাৎ একটি রক্তমাখা হাতের আকার দেখতে পান। প্রথমে ভয় পেয়ে যান তিনি। পরে আশপাশের লোকজনকে ডাকলে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকার মানুষজন সেখানে ভিড় করতে শুরু করেছে।এলাকার সনাতন ধর্মাবলম্বীদের একাংশ মনে করছেন, এটি দেবী কালী ঠাকুরের বা শীব ঠাকুরের হাত।

সুবাস চ্যাটার্জী (৫৫) নামের এক পুরোহিত মনে করেন, এটি শতবর্ষী একটি বট গাছ। অনেকেই মনে করছেন এটি ঠাকুরের হাত। এমন ঘটনার জীবনের প্রথম দেখলেন বলে তিনি জানান।স্থানীয়দের ধারণা, বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক বিশ্লেষণ করলে রহস্যের সমাধান হতে পারে। তবে আপাতত শতবর্ষী বটগাছের ওই হাতকে কেন্দ্র করে কৌতূহল ও চাঞ্চল্য অব্যাহত রয়েছে

সূত্র :- সারাবাংলা ২৯ মার্চ ২০২৫ ১৬:৩৩ | আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৭:০৬

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post