ফিলিস্তিন সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিলে অলৌকিক ঘটনা



 ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে দেশব্যাপী বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ একাধিক সংগঠন এরইমধ্যে তাদের কর্মসূচি ঘোষণা করেছে।

এর আগে ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলো এক বিবৃতিতে ফিলিস্তিনজুড়ে ধর্মঘটের ডাক দেয় এবং বৈশ্বিকভাবে তা পালনের আহ্বান জানায়।


এরপর থেকেই বিভিন্ন সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

গাজায় ইসরায়েলের আগ্রাসন ও ভারতের ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে সোমবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর ইউনিট।


বিক্ষোভটি রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হবে।  

এদিকে গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।


বিকেল ৪টায় মহাখালীতে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখা এবং বিকেল ৫টায় বায়তুল মোকাররমে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিক্ষোভ মিছিল করবে।

বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ মিছিল হবে। এদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে দেশব্যাপী ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে ছাত্রশিবির।


বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন বিভিন্ন স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসময়ে ইউল্যাব ও আইইউবিএটি ক্যাম্পাসের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।


বেলা সাড়ে ১১টায় যাত্রাবাড়ী মোড়ে সাধারণ আলেম সমাজের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ ছাড়া বেলা সাড়ে ১১টায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।


জোহরের নামাজের পর বায়তুল মোকাররমের ফটকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় উলামা মাশাইখ আইম্মা পরিষদ। বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি দিয়েছে খেলাফতে মজলিস। বিকেল ৪টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ কর্মসূচি রয়েছে।


রোববার ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা এবং এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছে ছাত্রদল। দলটি ৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post