চট্টগ্রামের রাউজানে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দফায় দফায় এ সংঘর্ষ ঘটে।এতে যুবদল কর্মী কাইয়ুম গুলিবিদ্ধ ও যুবদল নেতা গাজী মোরশেদ কিরিচের কোপে গুরুতর আহত হন। ঘটনাস্থলে পুড়িয়ে দেয়া হয় পাঁচটি মোটরসাইকেল।
কাইয়ুম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী এবং মোরশেদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থক বলে জানা গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিএনপির দু’পক্ষের নেতাকর্মীদের ভাষ্যমতে, বুধবার বিকেলে নোয়াজিশপুর ইউনিয়নের নোয়াজিশপুর গ্রামের অদুদ চৌধুরী ঈদগাঁ মাঠে ইফতার মাহফিল আয়োজন করে গোলাম আকবরের অনুসারীরা। বিকেল পাঁচটার দিকে মাহফিল শুরু হলে মোটরসাইকেলে একদল লোক এসে বন্ধ করতে বলেন। এ নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। ইফতার মাহফিল পণ্ড হয়ে গেলে গোলাম আকবরের অনুসারীরা পাশের মসজিদে গিয়ে ইফতার করেন। সন্ধ্যার পর আবারও সংঘর্ষ বাধে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
Post a Comment