শাহাবাগী লাকি আক্তার কে গ্রেফতারের দাবিতে ঢাবি এর বিক্ষোভ

 


বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যাখ্যাত লাকী আক্তারের গ্রেফতার ও বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা রাজধানীতে পুলিশের ওপর হামলার প্রতিবাদ ও ফ্যাসিবাদের সব দোসরের গ্রেফতারের দাবি জানানমঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে হল থেকে বেরিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন কয়েকশ শিক্ষার্থী। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।


শিক্ষার্থীরা এসময় ‘ল তে লাকী, তুই হাসিনা তুই হাসিনা’, ‘আমার ভাই কবরে, লাকী কেন বাহিরে’, ‘আমার সোনার বাংলায় শাহবাগের ঠাঁই নাই’, ‘শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘সারা বাংলায় খবর দে, শাহবাগের কবর দে’, ‘শাহবাগী হামলা করে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।


শিক্ষার্থীরা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের যেকোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু শাহবাগীরা তাদের ওপর হামলা করেছে। চব্বিশের বাংলাদেশে আমরা কোনোদিন শাহবাগীদের পুনরুত্থান মেনে নেবো না। আমাদের ছাত্রসমাজের দেহে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের উদ্দেশ্য সফল হতে দেবো না।বিক্ষোভে অংশ নেওয়া শাহেদ ইমন নামের এক শিক্ষার্থী বলেন, যখন ফ্যাসিবাদকে উৎখাত করে আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, ঠিক তখনই শাহবাগীরা ষড়যন্ত্র করতে নেমে এসেছে। যেই বিচারহীনতার সংস্কৃতি আনা হয়েছিল, সেই সংস্কৃতি মাড়িয়ে আমরা শাহবাগীদের বিচার করেই ছাড়ব ইনশাআল্লাহ। হয় শাহবাগীরা থাকবে, না হয় আমরা দেশের আমজনতা থাকব।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post