শিশু আছিয়ার ধর্ষণ হত্যায় জড়িত দের নাম প্রকাশ



মাগুরা শিশু ধর্ষণ ও মৃত্যুর মামলা দ্ধারা ২০২৫ সালের ৫ মার্চ বাংলাদেশে মাগুরা জেলার শ্রীপুরের জারিয়া গ্রামে নিজনান্দুয়ালি এলাকায় সংঘটিত এক যৌন নিপীড়ন ও শিশু নির্যাতনের ঘটনাকে নিদের্শ করে। এই ঘটনায় ৮ বছর বয়সী আছিয়া নামে এক কন্যাশিশু যৌন নির্যাতনের শিকার হয়।

 ৩য় শ্রেণিতে পড়ুয়া শিশুটি ঘটনার কিছু দিন আগে বোনের বাড়িতে বেড়াতে আসে। ৬ মার্চ বৃহস্পতিবার সকালে পাড়ার প্রতিবেশী ও পরিবারের সদস্যসহ নির্যাতিত আছিয়াকে প্রথমে মাগুরা হাসপাতালে ভর্তি করে।[২] অবস্থার অবনতি হলে পরে কিছু হাসপাতাল পরিবর্তন করতে হয়। হাসপাতালে শিশুটি অচেতন অবস্থায় থাকে। এইভাবেই শিশুটি অচেতন থাকে দিনের পর দিন। ১৩ মার্চ দুপুর একটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়।[৩]

২০২৫ সালে মাগুরের যৌন নিপীড়ন ও শিশু নির্যাতনের মামলা

তারিখ৫ মার্চ ২০২৫ ঘটনাস্থল শ্রীপুর, মাগুরা, বাংলাদেশ ধরন শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন নিপীড়ন

নিহত আছিয়া গ্রেফতার৪[১]অভিযুক্তহিটু শেখসজীব শেখরাতুল শেখজাহেদা

আছিয়ার মা বাদী হয়ে ২০২৫ সালের ৬ মার্চ মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন:


সজীব (১৮) – আছিয়ার ভগ্নীপতি

রাতুল (১৭) – সজীবের ছোট ভাই

হিটু মিয়া (৪২) – সজীব ও রাতুলের বাবা

জাবেদা বেগম (৪০) – সজীব ও রাতুলের মা

প্রাথমিকভাবে এটি ধর্ষণ মামলা হিসেবে দায়ের হলেও আছিয়ার মৃত্যুর পর এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।


অভিযুক্তদের গ্রেপ্তার

সম্পাদনা

মামলার পরপরই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, সজীব ও রাতুল ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল, এবং তাদের বাবা-মা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।[১১]


বিচারিক কার্যক্রম

সম্পাদনা

আছিয়ার পরিবারের দাবি, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। মাগুরা জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে যে মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হবে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post