হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল জানা গেল কারন



বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, রোববার (২ মার্চ) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুলকে।  


তিনি জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকে অসুস্থতা অনুভব করছিলেন বিএনপি মহাসচিব। বইমেলার ওই অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচনের সময় প্রচুর ধুলাবালির কারণে শারীরিক সমস্যা দেখা দেয়। এরপর গত দুদিন ধরে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়, যার ফলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হতে হয়।  


শায়রুল কবির খান জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে অনেকটা সুস্থ বোধ করছেন মির্জা ফখরুল। তবে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।  


বিএনপি মহাসচিব দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন এবং অনুরোধ করেছেন, হাসপাতালে অযথা ভিড় না করতে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post