প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগ যা জানা গেল

 


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং গতকাল ৪ মার্চ তিনি রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। 

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে sadhinnews247 নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে গতকাল (০৪ মার্চ)।

কথিত এই সংবাদে দাবি করা হয়, “নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সাম্প্রতিক তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর প্রধান তুলসী গ্যাবার্ড ১০ই মার্চের মধ্যে তাঁকে পদত্যাগ করতে বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা সম্ভব হয়নি, ফলে অনেকে মনে করছেন তিনি এখনো সাংবিধানিকভাবে দেশের বৈধ প্রধানমন্ত্রী। এ অবস্থায়, উপদেষ্টা পরিষদকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞ। যদি ১০ই মার্চের মধ্যে ড. ইউনূস পদত্যাগ না করেন, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে।” 

তবে কথিত এই সংবাদের শিরোনামে ড. ইউনূস পদত্যাগ করেছেন এমন দাবি করা হলেও বিস্তারিত অংশে এমন কিছু উল্লেখ নেই। 

দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি ওয়ার্ড সার্চ করে রাষ্ট্রীয় গণমাধ্যম ‘Bangladesh Television’ এর ফেসবুক পেজে ৪ মার্চ, ২০২৫ প্রকাশিত এক ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল ৪ মার্চ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত ভিডিওতে ড. মুহাম্মদ ইউনূসকে সশরীরে বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায়।একই বৈঠক নিয়ে দেশের মূলধারার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে (১, ২,৩) ড. মুহাম্মদ ইউনূসের সশরীরে উপস্থিতির ছবি ও ভিডিও দেখতে পেয়েছে রিউমর স্ক্যানার। 

এছাড়া, প্রধান উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি পদত্যাগ করলে এ বিষয়ে দেশের মূলধারার গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি। 

সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post