সন্ধ্যায় যৌথবাহিনীর অভিযানে এক জায়গা থেকে অর্ধশতাধিক আটক

 


গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। অভিযানে এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ টাকা ও মাদক।শনিবার সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। 


স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রায় প্রকাশ্যেই বস্তিটিতে মাদক কারবার চলে আসছে। বিষয়টি অনেকবার স্থানীয় থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলেও অভিযোগ তাদের। 


তবে শুধু মাদক বিক্রিই নয়, বস্তিটির ছোট ছোট ঘরে বসে মাদক সেবনেরও ব্যবস্থা রয়েছে। পরিবহন শ্রমিকরা এ স্পটের মূল ক্রেতা বলে দাবি স্থানীয়দের।যৌথবাহিনীর অভিযান শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।


গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও রয়েছে। মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে।ইতোমধ্যে ৬০ জনের মতো মাদক কারবারিসহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীদের আটক করা হয়েছে। সেই সঙ্গে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুরো রমজানজুড়ে এমন অভিযান চলবে বলেও জানান তিনি।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post