ছাত্রদলের নেতৃত্বে উত্তাল হাইকোর্টের মেইন গেইট ধর্ষণের বিরুদ্ধে চলছে প্রতিবাদ

 


 দেশব্যাপী চলমান নারী ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীর হাইকোর্ট এলাকায় মানববন্ধন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১০ মার্চ) দুপুরে হাইকোর্টের মেইন গেইটের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘‘বিগত সাত মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে নারীদের প্রতি নিপীড়ন, নির্যাতন, ধর্ষণসহ প্রতিনিয়ত যে খবরগুলো আমরা পাচ্ছি, তাতে ছাত্রদল মর্মাহত, ব্যাথিত। আমরা ক্ষুব্ধ হয়েছি।’’

তিনি বলেন, ‘‘আমরা অন্তর্বর্তী সরকারের শুরুতেই সমর্থন জানিয়েছি। তাদের সকল কর্মকাণ্ডে আমরা নিঃশর্ত সমর্থন জানিয়েছি। কিন্তু, দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে, তত বেশি নারীদের প্রতি অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন বেড়ে যাচ্ছে। এতে ছাত্রসমাজ শঙ্কিত, সাধারণ জনগণ শঙ্কিত। আমরা এ ধরনের পরিস্থিতি চাইনি, এ ধরনের পরিস্থিতি কোনো মতেই কাম্য নয়।’’

রাকিব বলেন, ‘‘বাংলাদেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। সেই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে সবাই ঐক্যবদ্ধ রয়েছে, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু, আমরা লক্ষ্য করছি- দিনের পর দিন নারীদের প্রতি সংহিসতা বৃদ্ধি পাচ্ছে, নারী নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। আর সরকারের গতানুগতিক বক্তব্যই দিয়ে যাচ্ছে। তাদের সদিচ্ছার যে অভাব, সেটা আমরা লক্ষ্য করছি।’’

তিনি বলেন, ‘‘ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ভাইয়েরা, বোনেরা রাজপথে নেমে আসছে। তারা আছিয়া ধর্ষণের বিচার চায়। তারা নিপীড়নের অবসান চায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের এই দাবির প্রতি সর্বাত্মক সমর্থন জানাচ্ছি।’’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post