মুরাদের লাশ উদ্ধার



লক্ষ্মীপুরে রামগঞ্জের বিষ্ঞুপুর এলাকা পুলিশের তালিকাভূক্ত শীর্ষ মুরাদ হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।


নিহত মুরাদ হোসেন সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ফতেহ ধর্মপুর এলাকার মৃত জালাল আহমদের ছেলে ও লাদেন বাহিনীর সহযোগী বলে পুলিশ জানিয়েছে।


পুলিশ জানায়, বুধবার সকালে রামগঞ্জ-চাটখিল সীমান্তবর্তী বিষ্ঞুপুর এলাকায় রাস্তার পাশে মুরাদ হোসেনের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে ৮টি গুলির চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময়ে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে যায়।


রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, নিহত মুরাদ হোসেন পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ ও সদর থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও বিশেষ আইনসহ ১২টি মামলা রয়েছে। নিজেরদের ভাগ-বাটোয়ারা ও আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post