নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা

 


বর্তমান সেনাপ্রধানকে সরিয়ে অবসরপ্রাপ্ত জেনারেলকে সেনাপ্রধান করা হয়।সামরিক বাহিনীর প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেলকে মনোনীত করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু অ্যাজিন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ আজ (শনিবার) সন্ধ্যায় (ইসরাইলি সামরিক বাহিনীর) পরবর্তী প্রধান হিসেবে মেজর জেনারেল (রেজি.) ইয়াল জামিরকে নিয়োগের বিষয়ে একমত হয়েছেন। ’জামির লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির স্থলাভিষিক্ত হলেন। হালেভি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুইদিন পর গত ২১ জানুয়ারি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালেয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল হারজি হালেভি পদত্যাগের ঘোষণার প্রায় দুই সপ্তাহ পর ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে ইয়াল জামিরের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াল জামির ২৮ বছর ধরে ইসরাইলি সেনাবাহিনীতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ইসরাইলি সেনাবাহিনীর ওয়েবসাইটের তথ্যানুযায়ী, জামির ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া নেতানিয়াহুর সামরিক সচিব ছিলেন জেনারেল জামির।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post