Top News

চট্টগ্রামে গো'লা'গুলি'তে নি'হ'ত ২



 চট্টগ্রাম নগরের বাকলিয়ায় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।



শনিবার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে থানার এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে।


ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। তবে গুঞ্জন উঠেছে, চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেয়ার জন্য এ প্রতিশোধ নেয়া হয়েছে।


মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, আহত বেশ কয়েকজন র‌্যাবের সার্বক্ষণিক মনিটরিং, প্রস্তুত বোম্ব ডিসপোজাল–ডগ স্কোয়াড



চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বাকলিয়া থানা এলাকা থেকে চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post