জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতারে হাতাহাতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার আহবায়ক মো. আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে শাহপরান থানা-পুলিশ।সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম আহ্বায়ক আক্তারকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। আক্তার জালালাবাদ থানাধীন আউসা গ্রামের আব্দুল মনিরের ছেলে।সাইফুল ইসলাম বলেন, গতকাল সিলেটে এনসিপির ইফতার মাহফিলে দুপক্ষের হাতাহাতিতে মাহবুবুর রহমান শান্ত নামের এক যুবক আহত হন। এ ঘটনায় শাহপরান থানায় মামলা করেন শান্ত। তাঁর দায়ের করা মামলার আসামি হিসেবে আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।সাইফুল ইসলাম জানান, মামলায় আক্তারকে গ্রেপ্তার দেখানোর পর সিলেটের আদালতে তোলা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিকে, ইফতার মাহফিলে হাতাহাতির ঘটোনায় ভিডিও ধারণের সময় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের কয়েকজন নেতা সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় সাংবাদিকেরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে তারা উল্টো তেড়ে আসেন। পরে সাংবাদিকরা ইফতার মাহফিলে অংশ না নিয়েই চলে আসেন।
Post a Comment