ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস আর হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দিল, তখন ওরা একদম ক্লিয়ার বলে দেয়—
"আপনি এটা করলে ৫ তারিখের উল্টো ইমেজ তৈরি হবে আপনার। সারা দেশে ভিলেন হয়ে যাবেন।"
ওয়াকার সঙ্গে সঙ্গে উত্তর দেয়, "আই কেয়ার নাথিং! কে কি বলল আমার যায় আসে না।"
এদিকে বড় বড় তালেবররা কয়েক মাস ধরে ওয়াকার আর কচুক্ষেতের দালালি করে যাচ্ছে৷ আমি শুরু থেকেই এটা নিয়ে লড়ে যাচ্ছি!
হাসনাত আর সার্জিসের ১১ তারিখের মিটিং-এর কথা আমি আগে জানতাম না। আজই জানলাম। কিন্তু কিছু একটা যে হচ্ছিল, সেটার ইঙ্গিত আপনারা আমার ভিডিও আর পোস্টে আগেই দেখেছেন।
ওয়াকার এখন পুরোপুরি আওয়ামী পুনর্গঠন প্রক্রিয়ায় ঢুকে গেছে, নিজেই সব লিড দিচ্ছে। ছাত্রদের বিরুদ্ধে চরিত্র হনন আর দুর্নীতির নিউজগুলো কোত্থেকে আসছে সেটাও একদম পরিষ্কার হয়ে গেছে।
ওয়াকারকে শুধু একটাই কথা বলব— নাটক কম করো পিও! মাসুদ যেমন ভালো হয়নি, তুমিও ভালো হবা না। তালবেরগিরি কিভাবে জয় বাংলা করতে হয়, সেটা ৩২ নম্বরে দেখিয়ে দিয়েছি! শিরীন শারমিন আর প্রীতির মারাও তাই না? সাহস ভালো, কিন্তু অতিরিক্ত সাহস ভালো না! খালেদ মোশাররফও সাহস দেখাইছিলো।
আওয়ামিলীগ আর ফিরবে না, ফিরতে দেয়া হবে না! ফুলস্টপ
Post a Comment