শামীম ওসমান

 


নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ঢাকার একটি হাসপাতালে পাকস্থলীর সমস্যা নিয়ে তাকে ভর্তি করা হয়।

আজ তার সিটি স্ক্যান করানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসক বলেছেন তিনি এখন শংকামুক্ত। আগামীকাল তার শরীরের পরীক্ষা করানো হবে।বিষয়টি নিশ্চিত করেন এনপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান।

অয়ন ওসমান জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শামীম ওসমান। চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার ডাক্তারের অবজারভেশনে রয়েছেন তিনি। আজ সিটি স্ক্যান করানো হয়েছে। ডাক্তার বলেছেন, তিনি কিছুটা শঙ্কামুক্ত রয়েছেন। আগামীকাল তার শরীরের পরীক্ষা করানো হবে। তার বাবা শামীম ওসমানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।তিনি আরও বলেন, ইতোমধ্যে বাবার সিটি স্ক্যান করানো হয়েছে। ডাক্তার বলেছেন, তিনি এখন শঙ্কামুক্ত। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শামীম ওসমানের ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন ইমতিনান অয়ন ওসমান ।

সূত্র :- কালবেলা ১৭ জুলাই ২০২৪, ০৯:৫২ এএম

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post