উত্তাল আদালত প্রাঙ্গন



 ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে আটক শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতে তোলার সময় গণপিটুনির ঘটনা ঘটেছে। রোববার (৯ মার্চ) সকালে আটক ওই শিক্ষককে আদালতে তোলার সময় ছাত্র-জনতার মুখমুখি হয় অভিযুক্ত শিক্ষক মানিক। এ সময় তাকে মারধরের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ধর্ষক মানকিকে পুনরায় কোর্টহাজতে প্রেরণ করেন।


এদিকে, ধর্ষক মানিকের ফাঁসির দাবিতে শহরের চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভা করেছেন সাধারণ জনতা। প্রতিবাদ সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জর্জ কোর্ট চত্বরে এসে অবস্থান নেয়। এ সময় ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।উল্লেখ্য, গতকাল শনিবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে মাদারগঞ্জ কচুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয় ভুক্তভোগী এক শিক্ষার্থী। হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর পরিবার এমন অভিযোগ করেন। পরে বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত সেই শিক্ষককে আটক করেছে পুলিশ।ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বিদ্যালয় বন্ধ থাকলেও ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ভুক্তভোগী এই শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন অভিযুক্ত শিক্ষক।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post