Top News

সড়ক দুর্ঘটনার কবলে জামায়াতের আমির, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি যা জানা গেল

 


মঙ্গলবার দুপুরে বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বরিশাল মহানগর ও জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও চরমোনাইয়ের মাদ্রাসা সফর করে পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন

সড়ক দুর্ঘটনায় রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা ড. কেরামত আলীসহ তিনজন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার সড়ক বিভাজকে ধাক্কা দিলে তারা আহত হন।

সড়ক দুর্ঘটনার কবলে জামায়াতের আমির, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি যা জানা গেল। সড়ক দুর্ঘটনার কবলে জামায়াতের আমির, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি’ এমন হেডিংয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যা প্রচার করা হচ্ছে তা অসত্য বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দলটির প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়দলটির প্রচার সম্পাদক, আতাউর সরকার প্রেরিত এক বার্তায় বলা হয়, ‘বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কেউ ছড়িয়ে দিয়েছে বরিশাল থেকে আসার পথে আমিরে জামায়াতের গাড়ি মাদারীপুরে এক্সিডেন্ট করেছে। বিষয়টি অসত্য। তিনি নিরাপদে ঢাকায় ফিরেছেন এবং সুস্থ আছেন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post