জুলাই বিপ্লবে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাসহ ৭ জনকে বিভিন্ন মেয়াদের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ১২ আসামিকে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এসব আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির সভাপতি শমসের মবিন চৌধুরী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককের ৪ দিনের রিমান্ডের আদেশ দেন আদালতএদিকে, যাত্রাবাড়ী থানার অপর দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিন, থানাটির সাবেক ওসি আবুল হাসান এবং ডিএমপির সাবেক এসি তানজিল আহমেদকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
সূত্র :- bvnews24.com প্রকাশিত: ১৬:১৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫
Post a Comment