Top News

নতুন উপদেষ্টার নাম প্রকাশ যে মন্ত্রণালয়ে যোগ দিবেন

 


অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম নতুন শিক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। তিনি বর্তমানে প্রতিমন্ত্রী পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কর্মরত আছেন।

বুধবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনে নতুন এই উপদেষ্টা শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে সরকারি একটি সূত্র নিশ্চিত করেছে।

ড. এম আমিনুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপনা করেছেন।

বর্তমান শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এই মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাচ্ছেন।প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। আগামীকাল বুধবার (৫ মার্চ) সকালে বঙ্গভবনে শপথ নেবেন তিনি। অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর মর্যদায় দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে গত ১০ নভেম্বর (রবিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম আমিনুল ইসলামকে অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

অধ্যাপক আমিনুল ইসলাম দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের ভাইস চ্যান্সেলরের দায়িত্বে ছিলেন।এছাড়া, তিনি জানুয়ারি ২০১৮ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত বাংলাদেশ মেডিকেল ফিজিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে টিএমএসএসের অ্যাডভাইজার এবং ২০২১ সাল থেকে টিএমএসএস ক্যান্সার কেয়ার সেন্টার বাস্তবায়নের স্টিয়ারিং কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। 

অধ্যাপক ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে নিউক্লিয়ার ফিজিক্সে এমএস ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৯ ও ২০০১ সালে যুক্তরাষ্ট্রের ওকরিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে ভিজিটিং স্কলার হিসেবে গবেষণা করেছেন।

১৯৯৫ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং ১৯৯৬ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post