লুৎফুজ্জামান বাবার কে হত্যার চেষ্টা করেছিল শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে। এমন অভিযোগ বাবরের শুভাকাঙ্ক্ষীদের



 লুৎফুজ্জামান বাবার কে হত্যার চেষ্টা করেছিল শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে। এমন অভিযোগ বাবরের শুভাকাঙ্ক্ষীদের শেখ হাসিনা ফাঁসি দিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল।’ -এভাবেই কথাগুলো বলছিলেন লুৎফুজ্জামান বাবরের চাচাতো ভাই শিক্ষক মো. মাহমুদুর রহমান মির্জা।যারা সাজানো মামলায় আমাদের বাবরকে ফাঁসির রায় দিয়েছিল। তারা আজ দেশছাড়া। তাদের জন্য ঝুলছে ফাঁসির দঁড়ি। এটাই হচ্ছে ইতিহাসের নির্মম সত্য। ইতোমধ্যে ফল পেতে শুরু করেছেন তারা। আমাদের নেতা, আমাদের সন্তান এখন মুক্ত। আদালত তাকে সাজানো মামলা থেকে রেহাই দিয়েছে। 


সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী বলেন, আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া প্রকাশ করছি। যারা অন্যায়ভাবে তাকে সাজা দিয়েছিল। আজ তারা তাদের পাপের প্রায়শ্চিত্ত করছে।


নেত্রকোনা জেলা শহরের বাসিন্দা মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও জেলার মদন উপজেলার নায়েকপুর গ্রামের আব্দুল্লাহ খান বলেন, জীবনের ১৭টা বছর তাকে কে ফিরিয়ে দেবে? তাকে যারা মিথ্যা মামলা দিয়ে হত্যা করতে চেয়েছে। তাদের বিচার কে করবে? আমাদের মতো গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে তিনি অত্যন্ত মূল্যায়ন করতেন। দল, মত নির্বিশেষে তিনি সবারই কথা শুনতেন। তার কাছে গিয়ে কেউ কোনো দিন খালি হাতে ফিরে আসেনি। তার সময়ে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই তিনি সাধারণ মানুষের প্রিয় নেতা।


নেত্রকোনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নির্বাহী কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, পতিত স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা ভাটিবাংলার নন্দিত নেতা লুৎফুজ্জামান বাবরকে নানাভাবে অত্যাচার-নির্যাতন করেছে। দীর্ঘ সতেরো বছর কারাগারে রেখেছে। ফাঁসির দণ্ড দিয়ে হত্যার চেষ্টা করেছে। কিন্তু তা পারেনি। বরং স্বৈরাচারের পতন হয়েছে। আজ তিনি মুক্ত হয়েছেন। আশা করছি, দেশ ও মানুষের জন্য আবারও কাজ করবেন।


বাবরের মুক্তির দিন এই কথা গুলো বলেছিলেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। সূত্র :-কালবেলা থেকে সংগ্রহ করা হয়েছে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post