একাই ৩২ জেলার দায়িত্ব কাঁদে নিলেন

 


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠকের (উত্তরাঞ্চল) দায়িত্ব পেয়েছেন সারজিস আলম। তার দায়িত্বে রয়েছে পাঁচটি বিভাগের ৩২ জেলা।

দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ কথা জানান।

তিনি জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের সব কটি জেলার দায়িত্বেই তিনি রয়েছেন।

সেই সঙ্গে ঢাকা বিভাগের আংশিক (ঢাকা মহানগর উত্তর, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ) দায়িত্ব তার।

‘নতুন স্বাধীনতা এক সরকারের পতন করে আরেক সরকার বসাতে ঘটেনি’

সারজিস বলেন, ‘খুব দ্রুত এই ৩২ জেলার পথেপ্রান্তরে ছাত্র-জনতার সঙ্গে দেখা হবে, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমার দিনে এনে দিনে খাওয়া শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই, স্কুলে পড়ুয়া আগামীর বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই, পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেওয়া বোনদের কথা শুনতে চাই, শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই।’

তিনি এ-ও বলেন, ‘পরম সৌভাগ্যে পাওয়া আমানতস্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য


 কিছু করে যেতে চাই।’

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post