সাংবাদিক ইলিয়াস ও সোহেল তাজের পাল্টা পাল্টি অভিযোগ বার্তা হল প্রকাশ

 


প্রায় ১৬ বছর আগে সংগঠিত আলোচিত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ১ ঘণ্টা ২৮ মিনিটের একটি ডকুমেন্টারি প্রকাশ করেছেন বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসাইন। ‘শ্বাসরুদ্ধকর ৩৩ ঘণ্টা ও পরের ১৬ বছর’ শিরোনামে এই ডকুমেন্টারিটি ২৬ ফেব্রুয়ারি রাতে ইলিয়াস তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। ইতোমধ্যে এটি মিলিয়নের বেশি দর্শক দেখে ফেলেছে।


ডকুমেন্টারিতে ইলিয়াস অভিযোগ করেছেন, পিলখানা হত্যাকাণ্ডের সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সরাসরি জড়িত থাকার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও জড়িত ছিলেন।


এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সোহেল তাজ ফেসবুকে নিজের নির্দোষতা দাবি করেন। তিনি এক পোস্টে ডকুমেন্টারিতে সাক্ষাৎকার দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. হাসান নাসিরের একটি ছবি শেয়ার করে বলেন, "একজন তথাকথিত ‘ইনভেস্টিগেটিভ সাংবাদিক’ বারবার মিথ্যা এবং মনগড়া কথা প্রচার করছে। আমি এর তীব্র নিন্দা জানাই।" সোহেল তাজ বলেন, "আমি বহুবার ব্যাখ্যা করেছি, আমি কোথায় ছিলাম এবং কী ভূমিকা ছিল, এবং আমি নবগঠিত তদন্ত কমিশনকে সহযোগিতা করতে প্রস্তুত।"


এদিকে, সাংবাদিক ইলিয়াস পাল্টা মন্তব্যে সোহেল তাজের দাবি উড়িয়ে দিয়ে বলেন, "আপনি যদি সত্যিই বিদেশে ছিলেন, তাহলে আপনার পাসপোর্টের সিল দেখান, যেখানে লন্ডনের অ্যারাইভাল রয়েছে।"


সোহেল তাজ তাঁর জবাবে বলেন, "তুমি নিজের ভুল তথ্য সংশোধন করো এবং কমিশনকে প্রমাণ দাও, তারপর তারা যা করবে করবে।"


পিলখানা হত্যাকাণ্ড ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঘটেছিল, যখন বিডিআরের বিদ্রোহী একটি গ্রুপ পিলখানা ক্যাম্পে নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত করে। এতে ৫৭ জন সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক নিহত হন। এই ঘটনায় সরকারের সঙ্গে একাধিক আলোচনা শেষে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়, তবে এর পরে তদন্ত ও রাজনৈতিক বিতর্ক অব্যাহত থাকে।

Countdown Timer
00:01

Post a Comment

Previous Post Next Post