ঢাকার দোহারে গুলিতে দুই কৃষক আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দেবীনগর নদীর পাড় গ্রামে এই ঘটনা ঘটে। তাঁরা ডাকাতের গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছেন তাঁদের স্বজনেরা।আহতরা হলেন মাসুদ বেপারী (১৮) ও হোসেন আলী (৪০)। তাঁদের ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহত মাসুদ শাজাহান ব্যাপারীর ছেলে ও হোসেন আলী করম আলীর ছেলে। তারাও উভয়ই দেবীনগরের বাসিন্দা।আহত মাসুদের বড় ভাই জাকির ব্যাপারী বলেন, রাতে আমাদের এলাকায় ডাকাত দল হানা দেয়। গ্রামবাসী চিৎকার দিলে আমরাও ঘর থেকে বের হই। তখন ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আমার ভাই মাসুদের হাত–পা–পিঠসহ বিভিন্ন স্থানে মোট ৯টি ছররা গুলি লাগে।
তিনি জানান, এ সময় হোসেন আলীও পিঠে ও মাথায় গুলিবিদ্ধ হন। তাঁর শরীরেও বেশ কয়েকটি গুলি লাগে। পরে ভোররাতে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। চিকিৎসক বলেছেন, পরে তাঁদেরকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আজ ভোরের দিকে দোহার এলাকা থেকে ওই দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
Post a Comment