বিডিআর হত্যা কান্ড নিয়ে দীর্ঘ দিন ধরে সাংবাদিক ইলিয়াস অনুসন্ধান চালান। তিনি ঘোষণা দেন তার অনুসন্ধানে উঠে আসা সকল তথ্য তিনি ভডিও তে প্রকাশ করবেন। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি তার অনুসন্ধানে উঠে আসা সকল তথ্য প্রকাশ করেন। ভিডিও প্রকাশের আগে তিনি তার ফেইজবুক পেইজে বলেন:-
আপনারা অনেকেই হয়তো বিডিআর নিয়ে করা আমার অনুসন্ধান দেখার অপেক্ষায় আছেন৷ আমার আসলে কিছু করার নেই, প্রোগ্রামটা ১ ঘন্টা ২৫ মিনিটের৷ যে কারনে আপলোড চেকিং দেখাচ্ছে প্রায় ১ ঘন্টা ধরে৷ ইনশাআল্লাহ যে কোন সময় আপলোড কমপ্লিট হয়ে যাবে৷ হলেই আপানারা দেখতে পাবেন৷
কারিগরি সমস্যার কারনে ভিডিও প্রকাশ হতে দেরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
সংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিও টি সবার দেখার আমন্ত্রণ রইল। অনেকই হয়ত জানেন না সাংবাদিক ইলিয়াস হোসেন, বিডিআর হত্যাকন্ডের অনুসন্ধানি ভিডিও টি আজ প্রকাশ করবেন। সাংবাদিক ইলিয়াস হোসেনর ভিডিও বার্তা টি দেখলে আশা করি বিডিআর হত্যা কান্ডের সাথে জড়িত অনেক অজানা তথ্য জানতে পারবেন।
Post a Comment